চার দিন আগেই অভিযান চালাতে চেয়েছিলাম: ট্রাম্প

চার দিন আগেই অভিযান চালাতে চেয়েছিলাম: ট্রাম্প
প্রকাশিত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স আটক করেছে—এমন খবরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভোরে চালানো এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানা গেছে।

এই অভিযানের বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাদুরোকে এমন একটি স্থান থেকে আটক করা হয়েছে, যা “একটি বাড়ির চেয়ে বেশি দুর্গের মতো ছিল”।

ট্রাম্প বলেন, “আমরা চার দিন আগেই এই অভিযান চালাতে চেয়েছিলাম, কিন্তু তখন আবহাওয়া পুরোপুরি অনুকূলে ছিল না।” তিনি আরও বলেন, “আবহাওয়া নিখুঁত হওয়া জরুরি ছিল। হঠাৎ করে পরিস্থিতি অনুকূলে আসে, আর তখনই আমরা অভিযান চালানোর নির্দেশ দিই।”

তার ভাষায়, মাদুরো যে স্থানে ছিলেন, সেটি ছিল চারপাশে শক্ত স্টিল দিয়ে ঘেরা একটি অত্যন্ত সুরক্ষিত ভবন। “ওটা আসলে একটি বাড়ির চেয়ে বেশি দুর্গের মতো ছিল,” বলেন ট্রাম্প।

অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নিহত হননি বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, “আমি মনে করি না কোনো মার্কিন সেনা নিহত হয়েছে। কয়েকজন সামান্য আহত হয়েছিল, তবে তারা ফিরে এসেছে এবং তাদের অবস্থা ভালো থাকার কথা।”

এই অভিযান প্রত্যক্ষ করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন, পুরো ঘটনাটি তিনি “একেবারে টেলিভিশন শো দেখার মতো করে” দেখেছেন। তিনি বলেন, “আপনি যদি অভিযানের গতি দেখতেন, তাহলে বুঝতেন—এটা ছিল সত্যিই এক বিস্ময়কর ঘটনা।”

অভিযানে অংশ নেওয়া বাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, “তারা অবিশ্বাস্য কাজ করেছে।” তার দাবি, “পৃথিবীর আর কোনো দেশ এমন একটি অভিযান পরিচালনা করতে পারত না।”

ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বর্তমানে নরওয়েতে অবস্থানরত বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে সমর্থন দেওয়া হবে কি না—সে বিষয়ে “এখনই ভাবতে হবে”।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা জানেন, ভেনেজুয়েলার একজন ভাইস প্রেসিডেন্ট রয়েছে। মাদুরোর নির্বাচনটা কী ধরনের ছিল, আমি জানি না—তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, সেই নির্বাচন ছিল একেবারেই লজ্জাজনক।”

মাদুরোকে আটক করার ঘটনাকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বার্তা হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “এই ঘটনা প্রমাণ করে—আমাদের আর কেউ এদিক-ওদিক ঠেলে দিতে পারবে না।”

এছাড়া মাদক ইস্যুতে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে ট্রাম্প অভিযোগ করেন, প্রতিবছর মাদকের কারণে দেশটি শত শত হাজার মানুষ হারাচ্ছে। তিনি বলেন, “এই ঘটনার পর আমরা আর এটা হতে দেব না।”

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com