
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, শান্তির জন্য কিছুই করেননি এমন লোকদের নোবেল শান্তি পুরস্কার দেয়া হচ্ছে। যে কারণে এই পুরস্কার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
এবারের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। বারবার তাকে বলতে শোনা গেছে, এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। কারণ হিসেবে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত কয়েক মাসে তিনি সাতটা যুদ্ধ থামিয়েছেন।
কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ‘শত্রু’ দেশ ভেনিজুয়েলার বিরোধী নেতা। শুক্রবার (১০ অক্টোবর) চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া করিনা মাচাদো। ঘোষণায় বলা হয়, দেশটির গণতান্ত্রিক আন্দোলনে অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বিষয়টা ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ ও হতাশ করেছে। এমনকি ট্রাম্প পুরস্কার না পাওয়ায় নোবেল কমিটির কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। বলেছে, নোবেল কমিটি শান্তির ওপর রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্পের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি জানি না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কারের যোগ্য কিনা। তবে তিনি বছরের পর বছর এমনকি দশক ধরে স্থায়ী জটিল সংকট সমাধানের জন্য সত্যিই অনেক কিছু করছেন।’
নোবেল কমিটির সমালোচনা পুতিন বলেন, তারা এমন সব লোকদের শান্তি পুরস্কার দিচ্ছে যারা শান্তির জন্য কিছুই করেননি। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, ট্রাম্পের কাজ পুরষ্কারের যোগ্য কিনা তা নির্ধারণ করা আমার কাজ নয়। আসলে এর বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে।’ পুতিনের এই মন্তব্যের জবাবে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল এক পোস্টে রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।