ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একতরফা-ট্রাম্প

ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একতরফা-ট্রাম্প
প্রকাশিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো থাকলেও তা বহু বছর ধরে একতরফা ছিল। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের ওপর ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য কঠিন হয়ে পড়েছিল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারতের ওপর শুল্ক কমানোর কোনো পরিকল্পনা নেই। তবে তিনি যোগ করেন,'ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু বহু বছর ধরে এই সম্পর্ক একতরফা ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলেছে।'

ট্রাম্প অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ভারত ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাত, ফলে মার্কিন পণ্য ভারতে রফতানি করা কঠিন ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের রফতানি সহজেই চলত, কারণ তখন মার্কিন প্রশাসন শুল্ক আরোপ করত না।

উদাহরণ হিসেবে তিনি হার্লে ডেভিডসন মোটরসাইকেলের কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, 'ভারতে মোটরসাইকেলের ওপর ২০০ শতাংশ শুল্ক থাকায় হার্লে ডেভিডসন সেখানে পণ্য বিক্রি করতে পারছিল না। পরে কোম্পানিটি ভারতে নিজস্ব কারখানা স্থাপন করে, ফলে তারা আর আগের মতো শুল্কের মুখে পড়ছে না।'

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com