ইরান ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো প্রমাণ নেই: যুক্তরাষ্ট্র

ইরান ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো প্রমাণ নেই: যুক্তরাষ্ট্র
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন– ইরান সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্যের কথা তার জানা নেই।

বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বোমারু বিমানগুলো ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালায়। যেখানে এক ডজনের বেশি ‘বাংকার-বাস্টার’ বোমা ব্যবহার করা হয়, যার ওজন ৩০ হাজার পাউন্ড।

এই হামলার ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে বোঝা যায়– এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কতোটা পিছিয়ে দিতে পেরেছে।

গত রোববার (২২ জুন) রয়টার্সকে এক ইরানি সূত্র জানিয়েছিল, মার্কিন বিমান হামলার আগেই ৬০ শতাংশ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশ একটি স্থানে সরিয়ে নেয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন– আমি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখিনি বা জানি না; যা বলছে, যেসব জিনিস যেখানে থাকার কথা ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে বা অন্য কোথাও নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পুরোটা পর্যবেক্ষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বলেন, কিছু সরিয়ে নিতে অনেক সময় লাগতো।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com