
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জন্য 'মজবুত নিরাপত্তা নিশ্চয়তা' দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি সিএনএনকে বলেন, সম্ভাব্য শান্তিচুক্তির অংশ হিসেবে এই নিশ্চয়তার মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা।
উইটকফ জানান, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে না দেওয়ার রাশিয়ার শর্ত এড়াতে এই সমঝোতা করা হয়েছে। পাশাপাশি রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে, তারা কোনো আইন প্রণয়নের মাধ্যমে ইউক্রেন বা অন্য কোনো ইউরোপীয় দেশে আগ্রাসন চালাবে না।
তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো চুক্তির কথা বলা হয়নি।
এক ইউরোপীয় কর্মকর্তা সিএনএনকে বলেন, আলোচনায় ইউক্রেনের জন্য 'আার্টিকেল ৫ ধাঁচের' নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি ছিল, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমর্থন থাকবে, তবে ন্যাটো সরাসরি জড়িত থাকবে না।
ন্যাটোর ‘আর্টিকেল ৫’ হলো যৌথ প্রতিরক্ষার শর্ত। যেখানে বলা হয়েছে, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রের ওপর হামলা মানে সব সদস্য দেশের ওপর হামলা, আর সবাই মিলেই প্রতিরোধ করবে।
তবে ট্রাম্প আগে থেকেই ইউক্রেনের বারবার নিরাপত্তা নিশ্চয়তার দাবিকে গুরুত্ব দেননি। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের জন্য একটি 'নিরাপত্তা বাহিনী' গঠনের প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এটি কার্যকর হয়নি। তবে, ট্রাম্প এখনো পর্যন্ত মার্কিন সেনা বা সম্পৃক্ততার বিষয়ে সায় দেননি।