যুদ্ধ থামাতে ইউক্রেনকে আহ্বান ট্রাম্পের

যুদ্ধ থামাতে ইউক্রেনকে আহ্বান ট্রাম্পের
প্রকাশিত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করে বর্তমান যুদ্ধরেখা মেনে নিতে ইউক্রেনকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ থামানো; আলোচনায় বসা যাবে পরে।

সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রোববার ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হয়েছে। তবে তিনি জেলেনস্কিকে ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন— এমন খবর অস্বীকার করেন।

ট্রাম্প বলেন, ‘না, আমরা সেটা নিয়ে কথা বলিনি। তাদের উচিত যুদ্ধরেখার যেখানে তারা এখন আছে, সেখানেই থেমে যাওয়া।’

তার ভাষায়, ‘ডনবাস অঞ্চলের প্রায় ৭৮ শতাংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। ইউক্রেন চাইলে ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা করতে পারে, কিন্তু এখন সবচেয়ে দরকার যুদ্ধ বন্ধ করা।’

ডনবাস অঞ্চলের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্ক অন্তর্ভুক্ত, যা ২০১৪ সাল থেকে সংঘাতের কেন্দ্র। ওই সময় রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ক্রিমিয়া দখলের পর নিজেদের স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে ওই এলাকার বেশিরভাগই রুশ নিয়ন্ত্রণে চলে গেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com