দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ, মহাকাশে হারিয়ে গেল ভারতের ১৬ উপগ্রহ

দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ, মহাকাশে হারিয়ে গেল ভারতের ১৬ উপগ্রহ
প্রকাশিত

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সোমবার সকালে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত পিএসএলভি সি-৬২ রকেট তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এতে ১টি আর্থ অবজারভেশন স্যাটেলাইট ও ১৫টি কো-প্যাসেঞ্জার উপগ্রহ মহাকাশে হারিয়ে গেছে।

সকাল ১০টা ১৮ মিনিটে উৎক্ষেপণ শুরু হলেও রকেটের তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। মিশন কন্ট্রোলের প্রধান ভি নারায়ণন জানিয়েছেন, প্রথম দুটি ধাপ ঠিকমতো কাজ করলেও তৃতীয় ধাপ শেষ হওয়ার আগে রকেটের ট্রাজেক্টরি বিচ্যুত হয়।

পিএসএলভি-সি৬২ মিশনের লক্ষ্য ছিল ১,৬৯৬ কেজির ‘ইওএস-এন১’ স্যাটেলাইট এবং ১৫টি কো-প্যাসেঞ্জার উপগ্রহকে সূর্য সমলয় কক্ষপথে স্থাপন করা। এছাড়া রকেটের চতুর্থ ধাপ চালু করে ‘কিড’ ক্যাপসুলকে রি-এন্ট্রি ট্রাজেক্টরিতে পাঠানোর পরিকল্পনা ছিল।

হারিয়ে যাওয়া উপগ্রহগুলোর মধ্যে ছিল ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার তৈরি গোপন নজরদারি স্যাটেলাইট ‘অন্বেষা’, শিক্ষার্থীদের তৈরি ‘সিজিইউস্যাট’ ও ‘ডিএসইউস্যাট’, স্টার্টআপ অরবিটএইডের ‘আয়ুলস্যাট’, এবং ব্রাজিল-ভিত্তিক অলটুস্পেসের পাঁচটি স্যাটেলাইট। এছাড়া নেপালের ‘মুনাল’ এবং স্পেন-ফ্রান্স যৌথ উদ্যোগের ‘কিড ক্যাপসুল’ও হারিয়েছে।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তথ্য বিশ্লেষণ করে দ্রুত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে। উল্লেখ্য, ২০২৫ সালেও পিএসএলভির একটি উৎক্ষেপণ তৃতীয় ধাপে ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থতা ২০২৬ সালের প্রথম মিশনে ইসরোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com