নেতানিয়াহুকে এবার নিষিদ্ধ করলো স্লোভেনিয়া

নেতানিয়াহুকে এবার নিষিদ্ধ করলো স্লোভেনিয়া
প্রকাশিত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

গত বৃহস্পতিবার স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নেভা গ্রাসক এই নিষেধাজ্ঞার কথা জানান।

দেশটির সরকারি বার্তা সংস্থা এসটিএর ভাষ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে স্লোভেনিয়ার এই সিদ্ধান্ত সম্পর্কিত।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ মানুষের দেশ স্লোভেনিয়া গত বছর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। ইউরোপীয় ইউনিয়নের এই দেশটি গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের তীব্র সমালোচনা করে আসছে। গত বৃহস্পতিবারের এই সিদ্ধান্ত দেশটির রাষ্ট্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

স্লোভেনিয়া এর আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজাজেল স্মৎরিচকে সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও দিয়েছে।

দেশটির কর্মকর্তা গ্রাসক বলেন, 'স্লোভেনিয়াসহ সব দেশ আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ উপস্থিতির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা চলতে দেওয়া উচিত নয়।'

স্লোভেনিয়ার সরকার এক্স পোস্টে বলে, এই সিদ্ধান্তের মাধ্যমে 'ইসরায়েল রাষ্ট্রকে পরিষ্কার বার্তা দেওয়া গেল যে স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা আশা করে।'

এতে আরও বলা হয়—এই সিদ্ধান্তের মাধ্যমে স্লোভেনিয়া 'আন্তর্জাতিক আইন, সর্বজনীন মানবাধিকার ও নীতিভিত্তিক পররাষ্ট্রনীতির প্রতি এর প্রতিশ্রুতি নিশ্চিত করলো।'

টাইমস অব ইসরায়েল জানায়, আইসিসির গ্রেপ্তারি সংক্রান্ত সমস্যা এড়াতে গত বৃহস্পতিবার নেতানিয়াহুর উড়োজাহাজ ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ইতালি ও গ্রিস ছাড়া অন্যসব দেশের আকাশসীমা এড়িয়ে চলে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com