
ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের ৪০ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রায় ৫৯৩ একর এলাকাজুড়ে নতুনভাবে দাবানল ছড়িয়ে পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৮ জুলাই) পরিস্থিতি সামাল দিতে একাধিক হেলিকপ্টার এবং সহস্রাধিক দমকলকর্মী কাজ করছে।
মার্সেইয়ের উত্তর পশ্চিম পাশে একটি দাবানল ছড়িয়ে পড়ার এক সপ্তাহ পর নতুন করে এই দাবানলের খবর এল। ওই সময় বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং নিকটবর্তী বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়।
শুক্রবার দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিম্ন তাপমাত্রা এবং বাড়তি আর্দ্রতার কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আঞ্চলিক দমকল বাহিনীর উপপরিচালক ও উদ্ধার কার্যক্রমের প্রধান কর্মকর্তা কর্নেল পিয়ের বেপোয়া জানান, ১৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হলেও দমকলকর্মীরা দেড়শ বাড়ি এবং বনাঞ্চলের কিছু অংশ রক্ষা করতে সক্ষম হন।
তিনি বলেন, ঘন উদ্ভিদে ঢাকা এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল, যা আমাদের কাজকে বিশেষভাবে জটিল করে তুলেছিল। তবে অগ্রাধিকার দেয়া হয় মানুষের জীবন ও বাড়িঘর রক্ষায়।
এদিকে স্পেনে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় টোলেডো প্রদেশে একটি দাবানল ছড়িয়ে পড়ার পর ৩ হাজার ২০০ হেক্টর বনভূমি ধ্বংস হয়ে যায়। এসময় মাদ্রিদের কেন্দ্র থেকেও ধোঁয়া দেখা যায়।
আঞ্চলিক জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে দাবানল আক্রান্ত এলাকার চারপাশ ঘিরে ফেলা হলেও তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রার পূর্বাভাস নিয়ে উদ্বেগ ছিল।