প্রয়োজনে দেশের জন্য আবার ‘অস্ত্র হাতে তুলে নেব’, কলম্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

প্রয়োজনে দেশের জন্য আবার ‘অস্ত্র হাতে তুলে নেব’, কলম্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি
প্রকাশিত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার এবং তার সরকারের বিরুদ্ধে হুমকি দিলে প্রয়োজনে তিনি তার দেশের জন্য ‘অস্ত্র হাতে তুলে নেবেন।’

সোমবার (৫ জানুয়ারি) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, একজন সাবেক বামপন্থি যোদ্ধা পেট্রো বলেন, কলম্বিয়ায় যেকোনো সহিংস মার্কিন হস্তক্ষেপ, যেমন ভেনেজুয়েলায় করা হয়েছে, তার প্রতিক্রিয়া জানানো হবে।

প্রেসিডেন্ট বলেন, ‘আমি আর কখনও অস্ত্র স্পর্শ না করার শপথ নিয়েছিলাম। কিন্তু স্বদেশের প্রয়োজনে আমি আবার অস্ত্র হাতে নেব।’

মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের নামে ভেনেজুয়েলায় হামলা চালানোর মতো কলম্বিয়াকেও সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন স্পষ্ট সমালোচক হিসেবে পেট্রোকে সবাই জানে। দুই নেতা প্রায়শই একে অপরের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের হুমকি ক্রমশ শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে বলে প্রতিবেদনে বলা হয়।

মার্কিন প্রেসিডেন্টে এর আগে বলেছিলেন, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের পর পেট্রোর তার পদক্ষেপের দিকে নজর রাখা উচিত। যা আন্তর্জাতিক আইন অনুয়ায়ী  ব্যাপকভাবে অবৈধ বলে বিবেচিত হয়।

এছাড়া রোববার সাংবাদিকদের সাথে কথা বলার সময়, ট্রাম্প বলেছিলেন যে, পেট্রোর সরকারের বিরুদ্ধে একই ধরণের অভিযান চালানোর বিষয়টি আমার কাছে ভালো শোনাচ্ছে।

এ বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘কলম্বিয়াও খুবই অসুস্থ একটি দেশ। একজন অসুস্থ ব্যক্তি এই দেশ চালায়। যিনি কোকেন তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন এবং তিনি খুব বেশি দিন এটি করতে পারবেন না।’

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে ‘দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপ, আন্তর্জাতিক আইনের নিয়মের বিরুদ্ধে বলে নিন্দা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com