২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে

২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে
প্রকাশিত

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী মোট ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্যে নিহত হয়েছেন।

ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০২৪ সালের তুলনায় বেড়ে যাওয়া এই মৃত্যুর সংখ্যা সম্পর্কে আইএফজে মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার বলেন, এটি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক লাল সতর্কতা।

আইএফজে বিশেষভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে তারা ২০২৫ সালে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধে ৫৬ জন গণমাধ্যমকর্মীর নিহত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে।

বেলাঞ্জার বলেন, আমরা আগে কখনো দেখিনি— এত অল্প সময়ে, এত ছোট এলাকায় এত মৃত্যু।

ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু, ভারত এবং অন্যান্য জায়গাতেও সাংবাদিক নিহত হয়েছেন।

বেলাঞ্জার হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের ‘দায়মুক্তির’ নিন্দা জানান। তিনি সতর্ক করে বলেন, ন্যায়বিচার না হলেও এটি সাংবাদিক হত্যাকারীদের বিকশিত হওয়ার সুযোগ দেয়।

আইএফজে জানিয়েছে, বিশ্বব্যাপী বর্তমানে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, যা গত অর্ধ-দশকে দ্বিগুণেরও বেশি হয়েছে।

গণনা পদ্ধতির ভিন্নতার কারণে সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে আইএফজে’র হিসাব সাধারণত রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তুলনায় অনেক বেশি হয়। এ বছরের আইএফজে’র সংখ্যায় ৯টি দুর্ঘটনাজনিত মৃত্যু অন্তর্ভুক্ত রয়েছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, এ বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর ইউনেস্কো জানিয়েছে, এ সংখ্যা ৯৩।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com