ইরানে ইসরাইলি হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত: রিপোর্ট

ইরানে ইসরাইলি হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত: রিপোর্ট
প্রকাশিত

ইরানের ইয়াজদ প্রদেশে রবিবার (২২ জুন) ইসরাইলি হামলায় দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমপক্ষে ১০ সদস্য নিহত হয়েছেন।

ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ওই হামলায় আইআরজিসির ‘অনির্দিষ্ট সংখ্যক’ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

ইসরাইল জানিয়েছে, গত ১৩ জুন থেকে তাদের হামলায় দুই ডজন ইরানি সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

এদিকে ইসরাইলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। এরইমধ্যে জেরুজালেম ও আশদোদ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে বলে জানানো হয়েছে ইসরাইলি বিভিন্ন গণমাধ্যমে।

সোমবার (২৩ জুন) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কয়েক ধাপে ইরান থেকে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে।

এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরাইলজুড়ে সাইরেন বাজতে থাকে। এসময় নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com