স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মডেল স্বরূপ কলকাতায় মাত্র একটি রুটে ‘জয়রাইড’ হিসেবে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধর্মতলা-ময়দানের মধ্যে তা চলাচল করবে। আদালতে সেকথা জানাবে রাজ্য।
যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার (২৩ সেপ্টেম্বর) জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
তিনি বলেন,
এসপ্লানেড থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে। যারা কলকাতায় আসবেন তারা চাড়বেন। হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। কোর্টও জানতে চেয়েছেন আমাদের সিদ্ধান্ত। তা আমরা জানাবে। জয়রাইড বাদ দিয়ে বাকি কোনো রুটে ট্রাম চলবে না। লাইনও তুলে ফেলব। রাস্তা বাড়েনি, গাড়ি বেড়েছে। তাই যানজট হচ্ছে। এভাবে ট্রাম চালানো অসম্ভব।
উল্লেখ্য, শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চান আদালত।
জানা যায়, ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথমবার ঘোড়ায় টানা ট্রাম চালানো হয়। শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত ওই ট্রাম চলে। পরে ‘কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড’ গঠন করা হয়। এ কোম্পানির নিবন্ধন ছিল লন্ডনে। পরে ১৯০২ সালে কলকাতায় প্রথমবার চালু করা হয় বৈদ্যুতিক ট্রাম। বেশ কয়েকটি পথে ট্রাম চলাচল করত।
সূত্র: সংবাদ প্রতিদিন