জাতিসংঘের ভাষণে কী বার্তা দিলেন মোদি

জাতিসংঘের ভাষণে কী বার্তা দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রকাশিত

বিশ্বজুড়ে যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর সংস্কারের ওপর জাতিসংঘে দেওয়া ভাষণে জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, মানবতার সাফল্য নির্ভর করে সকলের সম্মিলিত শক্তির ওপর, সংঘাতের ওপর নয়। বিশ্বজুড়ে যে সংস্থাগুলো রয়েছে তার সংস্কার প্রয়োজন যার মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি ও উন্নয়ন আসবে।

জাতিসংঘের সামিট অব দ্য ফিউচারে নিজের ভাষণে এই বার্তা দেন ভারতের প্রধামন্ত্রী।

এসময় মানব কেন্দ্রিক পদ্ধতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘকালীন উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, মানবতার সাফল্য যুদ্ধের ময়দানে নয়। বিশ্ব শান্তি ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ‘সংস্কার’ জরুরি। ‘সংস্কারই’ প্রাসঙ্গিকতার চাবিকাঠি।

জাতিসংঘের ভাষণে নরেন্দ্র মোদি আরও বলেন, ‘আজ আমি এখানে মানবতার ছয় ভাগের এক ভাগের মানুষের কণ্ঠস্বর নিয়ে এসেছি। আমরা ভারতে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছি এবং আমরা দেখিয়েছি যে, নিরন্তর উন্নয়ন সফল হতে পারে। আমরা সাফল্যের এই অভিজ্ঞতা গ্লোবাল সাউথের সাথে ভাগ করে নিতে প্রস্তুত ‘

সন্ত্রাসবাদ বিশ্বের শান্তির ক্ষেত্রে একটা বড় হুমকি উল্লেখ করে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এবং মহাকাশে সৃষ্ট সংঘাতের বিষয়েও কথা বলেন মোদি। বলেন, প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহারের জন্য ভারসাম্য নিয়ন্ত্রণ প্রয়োজন। আমরা এমন বিশ্বব্যপী ডিজিটাল শাসন চাই যেখানে সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষুণ্ণ থাকবে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) একটি সেতু হওয়া উচিত, বাধা নয়। বিশ্বের মঙ্গলের জন্য, ভারত তার ডিপিআই ভাগ করে নিতে প্রস্তুত। ভারতের জন্য ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’ একটি অঙ্গীকার।

এদিকে জাতিংসঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে সাইড লাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন মোদি। এটি এক মাসে জেলেনস্কির সঙ্গে মোদির দ্বিতীয়বার বৈঠক। বৈঠকে জেলেনস্কিকে শান্তি ফেরাতে পূর্ণ সহযোগিতা করার বার্তা দেন মোদি। পাশাপাশি বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে একত্রে কাজ করবে ভারত ও ইউক্রেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com