ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরাইলি প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্য বিনিময়

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরাইলি প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্য বিনিময়
প্রকাশিত

সম্পর্কের টানাপোড়েনের মধ্যে যুক্তরাজ্য সফর করছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। বুধবার (১০ সেপ্টেম্বর) লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে বৈঠকে গাজা যুদ্ধ নিয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রতিক মাসগুলোয় গাজায় ইসরাইলের যুদ্ধের সমালোচনা আরও জোরদার করেছেন এবং যুক্তরাজ্যকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পথে নিয়ে গেছেন ঠিক সেই সময় হার্জোগের এই সফর হচ্ছে।

স্থানীয় সময় বুধবার বিকেলে বৈঠক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডাউনিং স্ট্রিটে আলোকচিত্রী ও টিভি ক্যামেরার সামনে এই জুটি করমর্দন করেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, মুখোমুখি সাক্ষাতে স্টারমার আগের দিন দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়েছেন।

স্টারমারের উদ্ধৃতি দিয়ে মুখপাত্র বলেন, এই হামলা একটি গুরুত্বপূর্ণ অংশীদারের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আমরা সবাই যে শান্তি দেখতে চাই তা নিশ্চিত করতে দেয় না।

স্টারমার গাজায় ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষ’ সম্পর্কে ‘উদ্বেগ’ প্রকাশ করে সাহায্য পুনরায় শুরু করার ও ‘আক্রমণাত্মক অভিযান বন্ধ করার’ জন্য হার্জোগের প্রতি আহ্বান জানান।

আলোচনার পরে হার্জোগ সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে একটি খুব স্পষ্ট ও খোলামেলা আলোচনা হয়েছে। এটি মিত্রদের মধ্যে একটি বৈঠক ছিল, কিন্তু এটি একটি কঠিন বৈঠক ছিল।’

ইসরাইলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি ছিল একটি বৈঠক, যেখানে কঠিন ও জোরালো কথা বলা হয়েছে। এবং এটা স্পষ্ট, আমরা তর্ক করতে পারি—কারণ মিত্রদের মাঝে তর্ক হতেই পারে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com