জাতিসংঘে গাজা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

জাতিসংঘে গাজা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
প্রকাশিত

যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ছয়বারের মতো গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির প্রস্তাবটি ভেটো করেছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের ডেপুটি প্রতিনিধি মর্গান ওরট্যাগাস বলেন, প্রস্তাবটি যথেষ্ট শক্তভাবে হামাসকে দোষারোপ করেনি এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার স্বীকার করেনি। তিনি বলেন, প্রস্তাবটি হামাসের পক্ষপাতমূলক ভুল তথ্যকে বৈধতা দিচ্ছে।

নিরাপত্তা পরিষদের অন্যান্য ১৪টি সদস্য দেশ প্রস্তাবে সমর্থন জানিয়েছে। এর পরিশেষে প্যালেস্টাইন, পাকিস্তান ও আলজেরিয়ার রাষ্ট্রদূতরা যুক্তরাষ্ট্রের ভেটোকে ‘দুঃখজনক’ ও ‘ক্ষমা প্রার্থনার মতো’ অভিব্যক্তি দিয়েছেন।

প্যালেস্টাইন রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে নিরাপত্তা পরিষদ মানবিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার দায়িত্ব পালন করতে পারছে না।

ইসরায়েলি সেনারা গাজায় তৃতীয় দিন ধরে স্থল অভিযান চালাচ্ছে। হাজার হাজার মানুষ নিরাপদ স্থানের খোঁজে পালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের হিউম্যানিটারিয়ান অফিসের মুখপাত্র ওলগা চেরেভকো বলেন, ‘গাজা শহরের পরিস্থিতি একেবারেই বিপর্যয়পূর্ণ।’

৭ অক্টোবর ২০২৩ হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে। হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জনকে বন্দী করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত ৬৫,১৪১ জন নিহত হয়েছেন। এছাড়া ৪৩৫ জন মানুষ মৃত্যু হয়েছে অনাহার ও কষ্টজনিত কারণে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন অন্তর্ভুক্ত।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com