

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর জাতিসংঘ স্পষ্ট করে জানিয়েছে, এসব সংস্থায় প্রতিশ্রুত বকেয়া অর্থ পরিশোধে যুক্তরাষ্ট্র আইনত বাধ্য।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুশারিক এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের নিয়মিত বাজেট ও শান্তিরক্ষা মিশনের বাজেট সাধারণ পরিষদে অনুমোদিত হয়। ফলে যুক্তরাষ্ট্রসহ সব সদস্য দেশকে এই আর্থিক দায়বদ্ধতা পালন করতেই হবে।
বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মসূচিগুলো চালু থাকবে এবং যেসব মানুষ এসব কার্যক্রমের ওপর নির্ভরশীল, তাদের সহায়তা দেওয়া জাতিসংঘের দায়িত্ব। কোনো সদস্য রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই সহায়তা কার্যক্রম বন্ধ করা হবে না।
এর আগে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী উল্লেখ করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। এসব সংস্থার মধ্যে অর্ধেকের বেশি জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই অবস্থান বহুপাক্ষিক ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অর্থায়ন কাঠামো অটুট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।
সূত্র: রয়টার্স, এপি, এএফপি