মেক্সিকান পার্লামেন্টে আইনপ্রণেতাদের হাতাহাতি

মেক্সিকান পার্লামেন্টে আইনপ্রণেতাদের হাতাহাতি
প্রকাশিত

মেক্সিকান পার্লামেন্টে হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুই সিনেটর। এক পর্যায়ে এতে যোগ দেন অন্যান্য আইনপ্রণেতারাও।

বুধবার (২৭ আগস্ট) পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে ঘটে এ ঘটনা। এ সময় চরমে পৌঁছে উত্তেজনা। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, বাগবিতণ্ডার মাঝে একে অপরকে ধাক্কা দিচ্ছেন আলেহান্দ্রো আলিতো মোরেনো কার্দেনাস ও জেরার্দো ফার্নান্দেজ নোরোনা নামের দুই সিনেটর। জাতীয় সংগীত পরিবেশনের পর আইনসভার কার্যক্রম সমাপ্তের সময় মোরেনো অভিযোগ তোলেন, বক্তব্য রাখার সু্যোগ দেয়া হয়নি তাকে। এ অভিযোগ নিয়ে নোরোনার কাছে গেলেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। যা পরে রূপ নেয় হাতাহাতিতে। পরবর্তীতে এতে যোগ দেন অন্যান্য আইনপ্রণেতারাও।

অপরদিকে, ঘটনাটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে দেশটির নাগরিকদের মাঝে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com