আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে: ট্রাম্প

আগামী সপ্তাহে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে: ট্রাম্প
প্রকাশিত

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ ২৬ জুন বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আলোচনায় ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা বন্ধে প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবেন তিনি।

ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে কথা বলব। হয়তো কোনো চুক্তিও সই হতে পারে, তবে আমি মনে করি সেটি খুব প্রয়োজনীয় নয়। আমি নিশ্চিত, তারা এখন আর কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা শুধু ঘুরে দাঁড়াতে চায়।

ট্রাম্প দাবি করেন, গত রোববার যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত ব্যাপক বোমা হামলা ইরানের পরমাণু কর্মসূচিতে বিপর্যয় ডেকে এনেছে। তিনি বলেন, এটি ছিল ভয়ংকর রকমের ধ্বংসযজ্ঞ। এক কথায়, সম্পূর্ণ ধ্বংস।

যদিও মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি হয়তো মাত্র কয়েক মাস পিছিয়েছে। তবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ বলেন, এই হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং তা পুনর্গঠনে বছর লেগে যাবে।

ইসরায়েলি পারমাণবিক সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বহু বছর পিছিয়ে গেছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করছেন না।

মঙ্গলবার কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর উভয় দেশের নাগরিকরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। এতে ইরান ও ইসরায়েলে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com