
রাজধানীর গুলশান থানাধীন নর্দা এলাকায় অভিযান পরিচালনা করে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লাখ ৩৭ হাজার টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোছাঃ হেনা আক্তার (৪৪) ২। মোঃ সৈকত ইসলাম (২০) ৩। মোঃ সিরাজ আহমেদ রিফাত (২১) ও ৪। মোঃ খায়রুল ইসলাম (১৯)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় গুলশান থানার নর্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গুলশান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুলশান থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গুলশান থানাধীন নর্দা এলাকার একটি বাসায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা ও ইয়াবা বিক্রয়ের খালি ২৫ পিস প্লাস্টিকের পলিথিন জিপার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।