

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোসাঃ আখি (২৫) ও ২। আলী হোসেন (২১)।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত ৭:১৫ ঘটিকায় পল্লবী থানাধীন বাউনিয়াবাধ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পল্লবী থানাধীন বাউনিয়াবাধ এলাকার কুর্মিটোলা ক্য্যাম্পে কতিপয় মাদক কারবারি গাঁজাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান চালায় পল্লবী থানা পুলিশের টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১টি কেচি, ১টি স্ট্যাপলার, ১টি স্ট্যাপলার পিন বক্স, ১০ পিস খাম ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পল্লবী এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের পল্লবী থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।