
বগুড়ায় রাতভর সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বাড়ি থেকে ২৬টি দেশীয় অস্ত্র ও বিভিন্ন সময় ছিনতাই করা ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে সেনাবাহিনী।
বুধবার (২৫ জুন) বগুড়ার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মণ্ডলধরণ গ্রামে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার শাওন ও আসিফ সদর উপজেলার পাঁচবাড়িয়া ও তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, অভিযানে সেনাবাহিনী কিশোর গ্যাংয়ের সদস্য শাওন ও তার সহযোগী আসিফকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। শাওনের বাড়িতে আসবাবপত্র তল্লাশি করার সময় একে একে বার্মিজ চাকু, চাপাতিসহ লুকিয়ে রাখা দেশীয় অস্ত্র বেরিয়ে আসে৷ একপর্যায়ে তল্লাশি করে মেলে বিভিন্ন সময় সাধারণ মানুষদের থেকে ছিনতাই করে নেয়া মোবাইল ফোনগুলো। পরে সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন।
সেনাবাহিনী জানায়, গ্রেফতার শাওন ও আসিফ সদর উপজেলার পাঁচবাড়িয়া ও তেঁতুলিয়া গ্রামের মধ্যে চলা সংঘর্ষে নিয়মিত অংশ নিতো। তারা পাঁচবাড়িয়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী সাগরের পক্ষ হয়ে সংঘাতে জড়াতো।
সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ বলেন, ‘গ্রেফতার দুই আসামিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।’