মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার
প্রকাশিত

দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জাকির মল্লিক (৩২) ২। রুবেল (২৫) ৩। গোলাম মোস্তফা (৪৮) ৪। শরিফুল (২৫) ৫। মিরাজ (২৮) ৬। কাউসার হাসান (২২) ৭। সুমিত (২৩) ৮। বাদশা (২৪) ৯। সাঈদ (২৮) ১০। তাজু (২৭) ও ১১। ইমরান (৩৫)।

এ অভিযানে বিস্ফোরক আইন, চাঁদাবাজি, মাদক, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অভিযোগের মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় একজন, মাদক মামলায় ছয়জন, পরোয়ানা মূলে তিনজন এবং ডিএমপি অধ্যাদেশে একজন।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায় , শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com