কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ০২

কক্সবাজারে পুলিশের টহল টিমে হামলার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ০২
প্রকাশিত

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ, র‍্যাব এবং নৌ বাহিনীর যৌথ অভিযানে পুলিশের টহল টিমের গাড়িতে হামলার ঘটনায় মোঃ আনসার ও গাফফার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, যৌথ অভিযানে পাঁচটি দেশীয় একনলা বন্দুক, পাঁচটি দেশীয় এলজি, ২৪ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গতরাত আনুমানিক পৌনে একটায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের আফজালিয়া পাড়া এলাকায় মহেশখালী থানা পুলিশের টহল টিমের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ছররা গুলি বর্ষণ করে। গুলিতে মহেশখালী থানার টহল টিমের দায়িত্বরত তিন পুলিশ সদস্য আহত হন।

বর্তমানে ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com