

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হলো মোঃ মোশারফ হোসেন ওরফে মুছা (৫০) ।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৭ শত ৮৪ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৬ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
কামরাঙ্গীরচর থানা পুলিশ সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচর থানাধীন মজিবরঘাট পশ্চিম ইসলাম নগর ৪ নং গলিতে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃত মোশারফ দীর্ঘ দিন যাবৎ ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে কামরাঙ্গীরচর থানাসহ আশপাশের এলাকায় বিক্রয় করত।
গ্রেফতারকৃত মোশারফ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় ছয়টি মাদক মামলা রুজু আছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।