

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ছয়জনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মাহাফুজুর রহমান (১৯) ২। রাকিব (১৮) ৩। মোঃ বাবুল হোসেন (৫৪) ৪। মোঃ রনি (৩৪) ৫। সুমন মিয়া (৪১) ও ৬। অনিক (২০)।
হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।