ট্রাফিক পুলিশ কর্তৃক তিন ছিনতাইকারী আটক

ট্রাফিক পুলিশ কর্তৃক তিন ছিনতাইকারী আটক
প্রকাশিত

রাজধানীর সবুজবাগ এলাকায় মানিকনগর ক্রসিংয়ে একটি রিক্সা আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ।

আটককৃতরা হলো- ১। শহিদুল ইসলাম (২০) ২। নাহিদ (২০) ও ৩। জীবন (২১) ।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার (৮ আগস্ট) সবুজবাগ ট্রাফিক জোনের মানিকনগর ক্রসিংয়ে ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট খোন্দকার অহিদুজ্জামান রাজিব ও সঙ্গীয় ফোর্স। দায়িত্ব পালনকালে সকাল ১০:১৫ ঘটিকায় হঠাৎ রাস্তার পূর্ব পাশ থেকে চিৎকার শুনে তারা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তিনজন ছিনতাইকারী পুলিশ পরিচয় দিয়ে একটি রিকশার যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক তারা ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন।

আটককৃত ছিনতাইকারীদের মুগদা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com