১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ তিন ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক দম্পতির ওপর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাংবাদিক ও তার স্ত্রী রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় একদল অস্ত্রধারী ছিনতাইকারী রিকশার পথরোধ করে চাপাতির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে সাংবাদিক আহত হন। ঘটনার পরপরই তিনি মোহাম্মদপুর থানায় বিষয়টি অবহিত করেন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ অভিযান শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। অভিযানের ১২ ঘণ্টার মধ্যেই তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ইউসুফ ছিলেন ঘটনার মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ভুক্তভোগী সাংবাদিকের মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
মোহাম্মদপুর থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আমরা দেখিয়েছি যে, অপরাধ করে কেউ পার পাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”