
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ০৯ (নয়) নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সহোদর (আপন ছোট ভাই) মো: শাহাদাত হোসেন (৬১) ২। খিলক্ষেত থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল খালেক (৪৬) ৩। ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজী সিরাজুল ইসলাম মনা (৫৯) ৪। ঢাকা তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা (৬০) ৫। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা কৃষকলীগের সভাপতি রুবেল বালী (৪৫) ৬। পিরোজপুর জেলার কাউখালি থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল বরণ ঘোষ (৪৬) ৭। নরসিংদী জেলার আমিরগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি নাঈমুল ভূইয়া বাশার (৩২) ৮। ঢাকা দক্ষিণখান থানা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো: আলমগীর হোসেন সাইফুল (৪২) ৯। ঢাকা মহানগর ৬৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আউয়াল (৪৫)।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি গুলশান-বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে শাহাদাত হোসেনকে ও সকাল আনুমানিক ০৮:১০ ঘটিকায় খিলক্ষেত থানাধীন মধ্যপাড়া থেকে আব্দুল খালেককে ডিবি গুলশান-বিভাগের আরেক টিম গ্রেফতার করে। একই তারিখ ভোর আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম সিরাজুল ইসলাম মনাকে ঢাকা মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
বুধবার (১৫ অক্টোবর ) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় তুরাগ থানা এলাকা থেকে ডিবি মিরপুর বিভাগের জোনাল টিম আতাউর রহমান আতাকে গ্রেফতার করেছে। একই তারিখ দুপুর আনুমানিক ০৩:০০ ঘটিকায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে রুবেল বালীকে গ্রেফতার করেছে। রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল বরণ ঘোষকে গ্রেফতার করে।দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম নাঈমুল ভূইয়া বাশারকে পল্টন থানাধীন পলওয়েল মার্কেটের সামনের রোড থেকে গ্রেফতার করেছে।ডিবি উত্তরা বিভাগের আরেকটি টিম রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় উত্তরা এলাকা থেকে মো: আলমগীর হোসেন সাইফুলকে গ্ৰেফতার করেছে। রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় মোঃ আব্দুল আউইয়ালকে ঢাকা মহানগরীর হাতিরপুল এলাকা থেকে গ্ৰেফতার করেছে ডিবি সাইবার বিভাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।