২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ০৯ নেতাকর্মী গ্রেফতার

২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ০৯ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জাতীয় শ্রমিকলীগ নারায়নগন্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বেপারী (৬২) ২। ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা (৪২) ৩। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪) ৪। তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯) ৫। সাবেক রাজবাড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ি থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহান (৩৩) ৬। ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ আলম হাওলাদার (৫০) ৭। চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন মিঠু (৪৮) ৮। খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও ৯। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ রিপন (৩৮)।

তন্মধ্যে প্রথম আটজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মোঃ রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫ ) রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর আলম বেপারী, স্বামীবাগ এলাকা থেকে মোঃ সেলিম রেজা এবং মোঃ সাখাওয়াত হোসেন মিঠুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। পৃথক অভিযানে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাত আনুমানিক ১১:২৫ ঘটিকায় রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে নাজমুল হাসান পলাশ ও বুধবার (৬ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় আবুল কালাম আজাদ খানকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার বিকেল ৫:৩০ ঘটিকায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মোঃ মোক্তার হোসেন সোহান এবং সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় লালবাগ থানা এলাকা থেকে মোঃ আলম হাওলাদারকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। একইদিন অপর এক অভিযানে সবুজবাগ থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

অপরদিকে খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগষ্ট ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে রিপনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com