বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৫১ জন

 বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৫১ জন
প্রকাশিত

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৭০৭ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ৩টি বিদেশি রিভালবার, ০১ টি দেশীয় একনলা বন্দুক (এলজি), ০১ টি দেশীয় একনলা বন্দুক, ০১ টি দেশীয় ওয়ান শুটার গান, ০১টি দেশীয় সাটার গান, ০১ টি ম্যাগাজিন, ০১টি কার্তুজ, ৭৪ রাউন্ড গুলি, ১১টি হাসুয়া, ০৩টি ছুরি, ০৩ টি রামদা, ০৪টি এসএস স্টিলের ছোরা ও ০১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com