বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগের তিন নেতা গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগের তিন নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

প্রকাশিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় পল্লবী থানার রুজুকৃত মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংঘঠনিক সম্পাদক মোঃ শাহীন খান ও সদস্য সোহেল।

মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) পল্লবী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। পল্লবী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট ২০২৪ তারিখ পল্লবী থানার মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সহিত শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহন করেছিল ভিকটিম মোঃ ইমরান। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ভিকটিম গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত ভিকটিম মোঃ ইমরান হোসেনকে প্রথমে ক্লিনিকে নিয়ে গেলে আসামীগণের ভয়ে চিকিৎসা না দিলে এক পর্যায়ে তার মা আরও লোকজনসহ ডাঃ আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষনা করেন। এঘটনায় ইমরানের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের উপর আক্রমণের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com