কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত

২৪ ঘন্টায় রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমানবন্দর থানা ঝটিকা মিছিল সংগঠক ও তেজগাঁও কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর কবির (৫৪) ২। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন (৪৭) ৩। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আওয়ামীলীগের সক্রিয় সংগঠক মোঃ মকবুল হোসেন (৫৮) ৪। ঢাকা মহানগর ১৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান বাবু (৬৪) ৫। ঢাকা মহানগরের উত্তর আওয়ামী লীগের ১৮ নং ওয়ার্ডের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন (৪৮) ৬। নোয়াখালী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ রাহাদ চৌধুরী (২৫) ৭। বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার (৬০) ও ৮। তুরাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাজীব (৩৬)।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ৩:৩০ ঘটিকায় ডিবি উত্তরা-বিভাগের একটি টিম বিমানবন্দর থানাধীন সিভিল অ্যাভিয়েশন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করে। অপরদিকে একই দিন বিকাল আনুমানিক ৪:৩৫ ঘটিকায় কলাবাগান থানাধীন গ্রীনরোড সমরিতা হাসপাতালের সামনে হতে আবু সাঈদ স্বপনকে গ্রেফতার করে সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিন রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং ব্লক-সি এলাকার নিজ বাসা থেকে মোঃ মকবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। অপরদিকে একই দিনে একই সময়ে ডিবি- মতিঝিল বিভাগের একটি টিম পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আতিকুর রহমান বাবুকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিন রাত আনুমানিক ১২:২৫ ঘটিকায় গুলশান থানাধীন নদ্দা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মনির হোসেনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ। অপরদিকে একই দিনে রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি- ওয়ারী বিভাগের একটি টিম শাহ আলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাহাদ চৌধুরীকে গ্রেফতার করে। অপরদিকে একই দিনে রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় ডিবি- রমনা বিভাগের একটি টিম বেইলি রোড এলাকায় অভিযান পরিচালনা করে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার ও মোঃ রাজীব গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com