
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৭৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৯৯ জন।
মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৯৯ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১২৭৮ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে, এলজি ২টি, ওয়ান শুটারগান ১টি, বিদেশি পিস্তল ১টি, ১২ বোর লিডবল কার্তুজ ৮ রাউন্ড, গুলি ৩ রাউন্ড, ককটেল ২টি, দা ৪টি।