কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের ০৬ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের ০৬ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯) ২ । খিলগাঁও থানা ৩ নং ওয়ার্ড যুবলীগ প্রচার সম্পাদক জসিম খান (৩০) ৩। খিলগাঁও থানা ৭৪ নং ওয়ার্ডের উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০) ৪। খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২) ৫। খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭)। ৬। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো: আমিনুল ইসলাম রিফাত (২৮)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, খিলগাঁও থানা পুলিশ গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় খিলগাঁও থানাধীন নন্দীপাড়া বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে জসিম ও সামিউলকে ও রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে।

অপর দিকে, শনিবার দিবাগত রাত অর্থাৎ রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে ও রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেফতার করে থানা পুলিশের অপর একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com