

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৫৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ৩ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ১৭২ টি মোটরসাইকেলসহ মোট ৩১৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩ টি বাস, ১৯ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ১৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ৮ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ২২১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ১৩৮ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯ টি বাস, ৭ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ২১২ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩ টি বাস, ৮ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৬৭ টি সিএনজি ও ১৯১ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৩ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৯৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬০ টি গাড়ি ডাম্পিং ও ২০০ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।