

গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩১৩৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬২ টি বাস, ৩ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ১৩৪ টি সিএনজি ও ২১৬ টি মোটরসাইকেলসহ সহ মোট ৫৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭৪ টি বাস, ৭০ টি ট্রাক, ৫৬ টি কাভার্ডভ্যান, ৮৩ টি সিএনজি ও ২৭১ টি মোটরসাইকেলসহ মোট ৬৬০ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ৩ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ১৩৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯ টি বাস, ১৮ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৫৬ টি সিএনজি ও ২১৩ টি মোটরসাইকেলসহ মোট ৫২০ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৮ টি বাস, ৭ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ১১৪ টি মোটরসাইকেলসহ মোট ২৯১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৭ টি বাস, ১৮ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৮০ টি সিএনজি ও ১৭০ টি মোটরসাইকেলসহ মোট ৫০৭ টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ২২২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৪০ টি গাড়ি ডাম্পিং ও ৩৬২ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।