

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার টেকনিক্যাল বিএইচএস হাসপাতালের সামনে থেকে অটোরিকশা চুরির ঘটনায় অটোরিকশা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ হোসেন মিয়া (৩৪) ও ২। মোঃ তানভীর (২৩)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, অটোরিকশা চালক মো. আমির হোসেন রবিবার ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকায় ভাড়ার জন্য বাসা থেকে বের হন। মিরপুর মডেল থানাধীন টেকনিক্যাল বিএইচএস হাসপাতালের সামনে অটোরিকশা রেখে পাশের দোকানে চা খেতে যান। ফিরে এসে দেখেন তার অটোরিকশা চুরি হয়ে গেছে। এ ঘটনায় বাদী মোঃ আমির হোসেনের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলার প্রেক্ষিতে রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত হোসেন মিয়া ও তানভীরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে অটোরিকশাটি চুরি করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।