বিমানবন্দর ও আশপাশের নিরব এলাকায় হর্ন বাজালে কঠোর ব্যবস্থা: ডিএমপি

বিমানবন্দর ও আশপাশের নিরব এলাকায় হর্ন বাজালে কঠোর ব্যবস্থা: ডিএমপি
প্রকাশিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও এর আশপাশের নিরব এলাকায় হর্ন বাজালে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত সেপ্টেম্বর ২০২৫ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার বিস্তৃত অঞ্চল- স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত, নিরব এলাকা হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও নিরব এলাকার অন্তর্ভুক্ত।

নিরব এলাকায় যানবাহনের হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮৮ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ১৯(২) বিধি অনুযায়ী, নিরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

ডিএমপি আরও জানায়, সম্প্রতি কার্যকর হওয়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী নিরব এলাকায় হর্ন বাজানো বা যেকোনো ধরনের শব্দদূষণের ঘটনায় পুলিশ সরাসরি জরিমানা আরোপ করতে পারবে।

এ বিষয়ে ডিএমপি জানিয়েছে, আইন বাস্তবায়নে বিমানবন্দর ও আশপাশের নিরব এলাকায় নিয়মিত তদারকি জোরদার করা হবে। নিরব এলাকায় হর্ন বাজানো হলে সংশ্লিষ্ট যানবাহন চালক ও মালিকের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি নগরবাসী ও যানবাহন চালকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, শব্দদূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিরব এলাকার নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com