

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- ১। আবুল বাশার (৩৯) ও ২। কালাম হোসেন (৪৫)।
রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় পল্টন মডেল থানাধীন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিন গেইটের এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে পল্টন থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিত জানতে পারে পল্টন মডেল থানাধীন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের মসজিদের নিচ তলায় অজু খানার ভিতরের কক্ষে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৬৩ কেজি ৮৩ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয় । এসময় তাদের হেফাজত হতে ০৮ (আট) টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ০২ (দুই) টি হাত ঘড়ি, ০১ (এক) টি টর্চ লাইট, ০৩ (তিন) টি গাঁজা প্রস্তুত সরঞ্জামাদি, ০২ (দুই) টি চাকু, ০১ (এক) টি কাঁচি ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ দুই হাজার সাতশত পঁচিশ টাকা উদ্ধার করা হয়।
পল্টন মডেল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ভাসমান থেকে পল্টন থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।