চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি কাল্লু ওরফে বোমা কাল্লু গ্রেফতার

চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি কাল্লু ওরফে বোমা কাল্লু গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম হলো- মোঃ কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে বোমা কাল্লু (৩৭)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত (১০ জুন ২০২৫) পল্লবী থানায় রুজুকৃত একটি অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লু। উক্ত মামলার প্রেক্ষিতে বুধবার ০৭ জানুয়ারি পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সে পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করায় তাকে শনিবার (১৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্তে ছয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং একটি মামলা পল্লবী থানায় বর্তমানে তদন্তাধীন। গ্রেফতারকৃত কাল্লু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুটতরাজ করে আসছিল। এছাড়াও পল্লবীর বিহারী ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করত।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com