
রাজধানীর শাহআলী থানাধীন একটি ফ্ল্যাটে চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাসির (৩৫) ।
শাহআলী থানা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকাল আনুমানিক ০৫:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭:০০ ঘটিকার মধ্যে শাহআলী থানাধীন একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ফ্ল্যাটের মেইন দরজার তালা ভেঙে প্রবেশ করে ৭ ভরি ৪ আনা ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও ৪ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী মোঃ শাকিলুর ইসলামের অভিযোগের প্রেক্ষিতে শাহআলী থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, শাহআলী থানার একটি টিম মামলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ০৭:০০ ঘটিকায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ নাসির কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে চুরি যাওয়া ৭ ভরি ৪ আনা স্বর্ণালংকার এবং ৪ ভরি ৮ আনা রুপার অলংকার উদ্ধার করে।
গ্রেফতারকৃত নাসিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।