সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক ৪

সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক ৪
প্রকাশিত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ককটেল ও বিপুল দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী নয়ন ও তার ৩ সহযোগীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে মোহাম্মদপুরে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— সন্ত্রাসী মো.নয়ন (২০) ও তার সহযোগী মো. হৃদয় (২৬), মো. মেহেদি হোসেন (২১) এবং মো. আল-আমিন (২১)।

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায়, এবং চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায়। সেই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘটনার মূল হোতা ছিল নয়ন এবং তার কিশোর গ্যাং।

ওই কর্মকর্তা আরও জানান, আমরা কিছুদিন ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ত্রাসী নয়নের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছিলাম। অবশেষে বৃহস্পতিবার আমরা তার অবস্থান নির্ণয় করতে সক্ষম হই। পরে রাত আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে প্রথমে নয়নকে আটক করি। পরে তার দেওয়া তথ্যে তার আরও ৩ সহযোগীকে আটক করা হয়। অভিযানে তাদের বিভিন্ন আস্তানা তল্লাশি করে দু’টি ককটেল বোমা ছাড়াও বেশকিছু সামুরাই, চাপাতি ও বিভিন্ন প্রকার ছুরি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের আইনি ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা এলাকায় প্রভাব বিস্তার করতে লোকজনকে আহত করে, ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালাতেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com