
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। জাবির (২৫) ২। মিঠু (১৯) ৩। আদর (২২) ৪। আনন (১৮) ৫। নয়ন (২০) ৬। হৃদয় (২৬) ৭। মেহেদী হাসান (২১) ৮। আল আমিন (২১) ৯। দিগন্ত (২২) ১০। জুয়েল(২৭) ১১। রায়হান (১৯) ১২। মনির (২৯) ১৩। শাহীন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মামুন অর রশিদ ওরফে আবির (৩৫) ২। কাজী মোঃ জায়েদ (৩২) ৩। মোঃ ইউনুছ (২২) ৪। মোঃ রুস্তম আলী (৫০)। এসময় তাদের হেফাজত থেকে একটি প্রাইভেটকার উদ্ধা করা হয়।
উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।