

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৯১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ১ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৫৬ টি সিএনজি ও ২৩৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬ টি বাস, ৭ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ১৬১ টি মোটরসাইকেলসহ মোট ২২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস,১ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ২১৫ টি মোটরসাইকেলসহ মোট ২৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১৯০ টি মোটরসাইকেলসহ মোট ২৬০ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ২৭০ টি মোটরসাইকেলসহ মোট ৩৮৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৪ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৪৯ টি সিএনজি ও ১৮৭ টি মোটরসাইকেলসহ মোট ৩১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ৩ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ১৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪ টি বাস, ৫ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ১৪২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯০ টি গাড়ি ডাম্পিং ও ১৯০টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।