স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি

স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি
প্রকাশিত

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন) ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানায়, জনশক্তি প্রেরণের নামে সিন্ডিকেট করে প্রায় ৮ হাজার কোটি টাকা হাতিয়ে নেন রুহুল আমিন। পরে সেই টাকা দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি, জমি ও প্রতিষ্ঠান কিনে অঢেল সম্পদের মালিক হন তিনি। এতে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত।

সিআইডির অনুসন্ধানে জানা যায়, স্বপনের মালিকানাধীন জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ‘ক্যাথারসিস ইন্টারন্যাশনাল’-এর নামে বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরায় মোট ৭টি দলিলের অধীনে ২৩১ কাঠা জমি রয়েছে। এসব জমির দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা হলেও এর ওপর নির্মিত অবকাঠামোসহ প্রকৃত বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা। আদালতের আদেশে সম্পত্তিগুলো ক্রোক করা হয়েছে।

ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এই ক্রোকাদেশ প্রদান করেন।

সিআইডি জানায়, রুহুল আমিন (স্বপন) ছাড়াও সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com