দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার
দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ হারুন অর রশিদ সুমন (৩৬) ২। মোঃ শয়ন আহম্মেদ (৩৪) ও ৩। রিয়াদ পারভেজ (৩৬)।
ভাটারা থানা সূত্রে জানা যায়, রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ রোড সংলগ্ন চেক পোস্টের পাশে রাস্তা উপর থেকে গত (৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ থেকে ০৯:৩০ ঘটিকার মধ্যে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৮) এর নিজ নামীয় একটি ১৬০ সিসি HONDA HORNET 160R মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
মামলার প্রেক্ষিতে ভাটারা থানার একটি টিম ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত মোঃ হারুন অর রশিদ সুমন ও মোঃ শয়ন আহম্মেদকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভোলতা এলাকায় গাউছিয়া মার্কেট এলাকা থেকে অপর আসামি রিয়াদ পারভেজকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত রিয়াদ পারভেজের হেফাজত হতে চোরাইকৃত HONDA HORNET 160R মোটরসাইকেলসহ অপর একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

