কামরাঙ্গীরচরে যুবক হত্যা; ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্ত গ্রেফতার

কামরাঙ্গীরচরে যুবক হত্যা; ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ মূল অভিযুক্ত গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটনসহ মূল আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- রাব্বি (২০)।

বুধবার (২০ আগস্ট ২০২৫) রাত আনুমানিক রাত ১২:০৫ কামরাঙ্গীরচর থানা ব্যাটারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়।

কামরাঙ্গীচর থানা সূ্ত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ০১:১০ ঘটিকায় কামরাঙ্গীচর থানার একটি টহল টিম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পায় যে, কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ নং ওয়ার্ডের ব্যাটারীঘাট এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সামনে ময়লার স্তূপে একটি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ময়লার স্তূপ থেকে একজন অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় কামরাঙ্গীচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটির তদন্ত কালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে উক্ত হত্যার ঘটনায় গ্রেফতারকৃত রাব্বির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় রাব্বির অবস্থান সনাক্ত করে কামরাঙ্গীচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত রাব্বি উল্লিখিত হত্যার ঘটনায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রাব্বির ভাষ্যমতে, সে ও অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সাব্বিরকে হত্যা করে তার মৃতদেহ গোপন করার জন্য ময়লার স্তূপে লুকিয়ে রাখে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com