পল্লবী থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

পল্লবী থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশিত

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম আশিকুর ইসলাম শান্ত (২০)।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন ১১ নং সেকশনের মেঘবরণ রেস্টুরেন্ট এলাকায় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীর অবস্থান নির্ধারণ করা হয়। সোমবার রাত ১১.১০ ঘটিকায় এক যৌথ অভিযানের মাধ্যমে আশিকুর ইসলামকে গ্রেফতার করা হয়।

তদন্তে তার তথ্য অনুযায়ী, মিরপুর-১০ নম্বর সেকশনের ডি ব্লক প্যারিস রোডস্থ পরিত্যক্ত ডিএনসিসি মার্কেটের নিচতলা সিঁড়ির নিচ থেকে একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড ৯ মিমি গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ২০ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় পল্লবী থানায় মামলা রুজু করা হয়েছে।

ডিবি জানায়, আশিকুর ইসলাম স্বীকার করেছেন যে তিনি সন্ত্রাসী গ্রুপ “ভইরা দে”-এর সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তার গ্রুপ পল্লবী এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। আশিকুর ইসলাম ডিএমপির বিভিন্ন থানায় রুজুকৃত ছিনতাই, ডাকাতি, চুরি ও মাদকের অন্তত দশটি মামলার এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত আসামি।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com