জাবিতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

ফাইল ছবি।

প্রকাশিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় বাদি হয়ে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে সম্প্রতি অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিবসহ সদ্য সাময়িক বহিষ্কার হওয়া ৮ শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত বুধবার সন্ধ্যার দিকে শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com